Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

    

মাননীয়,

          চেয়ারম্যান মহোদয় সমীপেষু

         ৫ নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদ।

          তন্তর, নালিতাবাড়ী, শেরপুর।

 

আবেদনের তারিখ :

 

বিষয় :

 

ক. অভিযোগকারীর নাম, পিতার নাম ও ঠিকানা :

 

 

 

 

খ. বিবাদীর নাম পিতার নাম ও ঠিকানা :

 

 

 

গ. স্বাক্ষীগনের নাম,  পিতার নাম ও ঠিকানা :

 

 

 

 

ঘ. ঘটনার স্থান ও সময় :

 

 

 

ঙ. সংক্ষেপে মোকদ্দমার বর্ণনা ও তাহার নায্য দাবী এবং প্রার্থীর প্রতিকার :-

 

 

   গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলার ÿÿত্রে বিবাদের যে কোন পÿ বিচার চেয়ে গ্রাম আদালাত গঠনের জন্য সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট ৪.০০ টাকা ( দেওয়ানি মামলা) বা ২.০০ টাকা  (ফৌজদারী মামলা) ফি দিয়ে আবেদন করতে পারবেন।

 আবেদন পত্রে নিমেণর বিষয়গুলো উলেস্নখ থাকবে-

(ক) যে ইউনিয়ন পরিষদে আবেদন করা হচ্ছে তার নাম;

(খ) আবেদনকারীর  নাম, ঠিকানা ও পরিচয়;

(গ) বিবাদীর নাম, ঠিকানা ও পরিচয়;

(ঘ) যে ইউনিয়নে অপরাধ সংগঠিত হয়েছে বা মামলার কারণ ঘটেছে তার নাম;

(ঙ) সংÿÿপ্ত বিবরাণাদিসহ অভিযোগ বা দাবির প্রকৃতি ও পরিমান;

(চ) প্রার্থীত প্রতিকার;

(ছ) আবেদনকারী লিখিত আবেদনপত্রে স্বাÿর করবেন;

      উলেস্নখ্য, কোন অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরম্নদ্ধে কোন আবেদন করা যাবে না। চেয়ারম্যান অভিযোগ অমূলক মনে করলে আবেদনপত্র প্রত্যাকান করে, তা আবেদনকারীর কাছে ফেরত দিতে পারেন। আবেদন প্রত্যাখিত হলে বাদী তা পুনর্বিবেচনার জন্য ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সহকারী জজের কাছে আবেদন করতে পারবে। সহকারী জজ যদি মনে করেন যে, আবেদনপত্র প্রত্যাখিত করা ঠিক হয় নি তবে তা পুনরায় গ্রহন করার নির্দেশ দিতে পারেন।

      আবেদনপত্র গৃহীত হলে ১ নং ফরমে রÿÿত রেজিস্টার বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। রেজিস্ট্র করার পর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান তারিখ ও সময় নির্দিষ্ট করে আবেদনকারীকে উপস্থিত হতে নির্দেশ দিবেন এবং বিবাদীকেও অনুরম্নপ নির্দিষ্ট তারিখ ও সময়ে হাজির হবার জন্য  সমন দিবেন। যে ব্যক্তিকে সমন দেয়া হবে, সে ব্যক্তির নিকট তা পাঠিয়ে ব্যক্তিগতভাবে সমনজারি করতে হবে। সমনের উল্টো পৃষ্ঠায় সমন প্রাপক প্রাপ্তিসূচক স্বাÿর দান করবেন। যদি সমন ব্যক্তিগতভাবে জারি করা সম্ভব না হয় তাহলে সমন জারিকারক কর্মচারী সমনের এক প্রস্থ বিবাদীর বসত বাড়ির কোন প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবেন এবং এতদ্বারা সমন যথাযথভাবে জারি করা হয়েছে বলে গণ্য করা হবে। সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ এলাকার বাইরে বসবাসরত ব্যক্তিকে রেজিস্ট্রি ডাকযোগে (প্রাপ্তি বিচার পত্রসহ) সমন পাঠাতে হবে।

      বিবাদীর নিকট ২নং ফরমে সমন পাঠাতে হবে। সমন জারি জন্য যে পরিমান অর্থ ব্যয় হবে, তা বাদীকে বহন করতে হবে। সমন জারি করার ৭ (সাত) দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়াম্যান পÿদ্বয়কে তাদের সদস্য মনোনীত করতে বলবেন এবং তাদের মনোনীত সদস্য নিয়ে চেয়ারম্যান গ্রাম আদালত গঠন করবেন। গ্রাম আদালত গঠিত হবার পর চেয়ারম্যান বিবাদীকে ৩ (তন) দিনের মধ্যে আবেদনের বিরম্নদ্ধে তার লিখিত আপত্তি দাখিল করার জন্য নির্দেশ দিবেন। গ্রাম আদালতের অধিবেশনের তারিখ ও সময় নির্ধারিত করে পÿদ্বয়কে নিজ নিজ মামলার সমর্থনে প্রয়োজনীয় সাÿী আনয়ন করার জন্য চেয়াম্যান নির্দেশ দিবেন। চেয়াম্যান নির্ধারিত তারিখে মামলার বিচার করবেন। গ্রাম আদালত সময়ে সময়ে শুনানি মুলতুবি রাখতে পারে। কিন্তু মুলতুবির মেয়াদ কোনভাবেই ৭ (সাত) দিনের বেশি হবে না। চেয়াম্যান সাÿীকে শপথ করিয়ে তার বক্তব্য রাখার জন্য বলবেন এবং তার বক্তব্যের সারমর্ম লিপিবদ্ধ করবেন বা করাবেন। বিচারে যে কোন পর্যায়ে গ্রাম আদালত স্থানীয়ভাবে তদমত্ম করতে পারেন।

      যদি আবেদনকারী নির্ধারিত তারিখে হাজির হতে ব্যর্থ হন এবং চেয়ারম্যান যদি মনে করেন আবেদনকারী মামলা পরিচালনায় অবহেলা করছেন তাহলে তিনি আবেদন নাকচ করতে পারেন। নাকচ হবার ১০ (দশ) দিনের মধ্যে আবেদনকারী পুনর্বহালের জন্য লিখিতভাবে চেয়াম্যানের নিকট আবেদন করলে চেয়াম্যান আবেদনটি পুনর্বহাল করে মামলার তারিখ নির্দিষ্ট করবেন।

     অনুরূপভাবে বিবাদীর অবহেলাজনিত অনুপস্থিতির কারণে তার অনুপস্থিতেই চেয়াম্যান মামলার শুনানী ও নিষ্পত্তি করবেন। এÿÿত্রে ১০ (দশ) দিনের মধ্যে বিবাদী চেয়াম্যানের নিকট লিখিতভাবে প্রতিকারের জন্য আবেদন করলে এবং অনুপস্থিতির কারণ সমেত্মাষজনক বলে প্রতীয়মান হলে চেয়াম্যান মামলাটি পুনর্বহাল করে পুনঃশুনানির জন্য তারিখ ধার্য করবেন।